আজ মহান একুশে ফেব্রূয়ারী। আন্তর্জজাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ এর আজকের দিনে হানাদাররা আমাদের বুকে গুলি চালিয়েছিল। আমরা বাংলাকে রাষ্ট্র ভাষা ঘোষনার দাবিতে রাজপথে আন্দোলন করেছিলাম। আমাদের আন্দোলনকে নসাৎ করতে আমাদের রক্ত কেড়ে নেয়া হয়েছিল। পাক হানাদাররা আমাদেরকে পাখিরমত গুলি করে মেরেও আমাদের আন্দোলন থামাতে পারেনি। বাঙালীর রক্তের বিনিময়ে অবশেষে উর্দৃকে সরিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা করা হয়। তাই আজকের দিনটি বাংলা ভাষাভাষীদের জন্য শোকের দিন। পরবর্তিতির সময় ২০০০ সালে রাষ্ট্রভাষা বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষার মানদন্ডে দাঁড়া করানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। তাই আজকের দিনটি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতুভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। আমরা গর্বিত বাঙালী জাতি। আজকের এই দিনটির জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি রইল গ্রামবাংলানিউজ পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সমবেদনা।
ইতিহাস বলছে, ১৯৫২ এর ভাষা আন্দোলনের চেতনা থেকেই ১৯৭১ এর জন্ম। ৫২ ও ৭১ ইতিহাসের এক গৌরবময় স্থানে পরস্পর যুগপুৎভাবে অবস্থান করছে। এই দুটি সংগ্রামের ইতিহাস প্রমান করে আমরা বাঙালী জাতি। আমরা সংগ্রাম করতে জানি। আমরা পিছনে হটি না। রক্ত আর লাশ যাই যাক এতেও আমাদের আন্দোলন থেমে যায় না। আমরা আমরণ সংগ্রামী মানুষ। যে কোন অন্যায় অবিচার ও সত্য দাবি পূরণে আমরা ঐক্যবদ্ধ। আমরা চাই, আমরা আশা করি সকল ক্ষেত্রে একুশের চেতনা বাস্তবায়ন হউক। সেই লক্ষ্যে আমাদের উচিত একুশের চেতনাকে বুকে ধারণ করে সংরক্ষন করা।
ডক্টর এ কে এম রিপন আনসারী
এডিটর ইনচীফ
গ্রামবাংলানিউটোয়েন্টিফোরডটকম