স্মার্ট ফোন নকলের স্মার্ট পদ্ধতি : চরফ্যাশনে জরিমানা আদায় ৫০,০০০/- টাকা

Slider তথ্যপ্রযুক্তি বরিশাল

16830194_1102517386526467_1495187798_n

 

 

 

 

 

 

 

 

 

প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বরিশাল বিভাগীয় ব্যুরোচীফ : চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার আজ দাখিল পরিক্ষায় গনিত পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্রের ছবি মোবাইলের মাধ্যমে বিস্তার করার সময় একজনকে হাতে নাতে ধরার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার বিবরণে জানা যায় নকল সরবরাহকারী যিনি পেশায় একজন শিক্ষক হয়েও এই হীন কাজটি অবলীলাক্রমে করে গেলেন। জানা গেছে তিনি চরফ্যাশন উপজেলার অন্য একটি মাঃবিদ্যালয়ের শিক্ষক । তিনি অসত উদ্দেশ্য নিয়ে উক্ত মাদ্রাসা কেন্দ্রে আসেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে সৃজনশীল পরীক্ষা শুরু হওয়ার অল্প কিছুক্ষনের মধ্যেই উপজেলা নির্বাহি অফিসার জনাব মোহাম্মদ মনোয়ার হোসেন সুকৌশলে স্মার্টনেসের সাথে হাতেনাতে স্মার্ট ফোনের সাহায্যে প্রশ্নপত্রের ছবি শেয়ার করার সময় ধরে ফেলেন। দোষ স্বীকার করায় মোবাইল কোর্টে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভবিষ্যতে এ কাজ না করার প্রতিশ্রুতি দিলে জরিমানা আদায় করে মুক্তকরা হয়। উক্ত কেন্দ্রের আরো একজনসহ চরফ্যাশনে আরো ০২ জন ছাত্র ঐ দিন বহিস্কৃত হয়।শিক্ষক সমাজের স্বীকৃত বিবেক অথচ শিক্ষক নামধারী কিছু অসাধু নকল বন্ধের পরিবর্তে নকল করায় ছাত্রদের সহযোগিতা করে যাচ্ছে।এ ধরনের অসাধু শিক্ষক দেশ জাতির শত্রু।

স্থানীয় প্রশাসন উক্ত শিক্ষককে জরিমানা করেছেন এবং অসদুপায় অবলম্বন কারী শুধুমাত্র শিক্ষক বিধায় তাঁব নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি গ্রাম বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে অবগত করেছেন। এ ধরনের কাজ যাতে আর কেউ না করে সে বিষয়টি সকলকে সচেতন হতে হবে বলেও প্রশাসন উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *