মিয়ানমারের শরণার্থী স্থানান্তরে বৈশ্বিক সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

Slider সারাদেশ

54183_pm2

 

ডেস্ক; মিয়ানমারের শরণার্থীদের স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশে সাময়িক আবাসন ব্যবস্থা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে মধ্যাহ্নভোজ বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী। খবর বাসসের।
শেখ হাসিনা বলেছেন, বলপূর্বক বিতাড়িত মিয়ানমারের নাগরিকদের ইস্যুটি মানবিক দৃষ্টিকোণ থেকে নিয়েছে বাংলাদেশ। কিন্তু, গুরুত্বপূর্ণ পর্যটন শহর কক্সবাজারে তাদের অবস্থান ও কর্মকান্ড পরিবেশ, স্যানিটেশন ব্যবস্থা ও প্রাকৃতিক অবস্থা বিনষ্ট হওয়ার কারণ হচ্ছে। অমানবিক পরিবেশে থাকতে বাধ্য হচ্ছে তারা। এই প্রেক্ষিতে জার্মানি ও অন্যান্য দেশের সমর্থন চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এ কারণে, বাংলাদেশ সরকার তাদেরকে সকল পুর সুবিধা দিয়ে উন্মুক্ত ও স্বাস্থ্যকর এলাকায় স্থানান্তর করতে চায়।’
মার্কেলের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে এছাড়াও দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি এবং সম্পর্কোন্নয়নের সম্ভাবনা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর প্রধানমন্ত্রী প্রেসসচিব এহসানুল করিম সংবাদকর্মীদের এসব তথ্য জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *