জেলা প্রশাসনের কাজ মনিটরিংয়ে উপদেষ্টা নিয়োগ

Slider জাতীয়

227e961cc307f70c3d032a344e8fed1f-bangladesh-goverment

 

ঢাকা; জেলা প্রশাসনের কাজ মনিটরিং করতে উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। প্রথম পর্যায়ে ১৬টি জেলায় উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। উপদেষ্টারা সরকারের সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তা। সাবেক সচিব মো. শাহজাহান আলী মোল্লাকে রাজবাড়ী জেলার উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। গত ২৫শে জানুয়ারি উপদেষ্টা মনোনয়ন সংক্রান্ত একটি আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আদেশে বলা হয়েছে, জেলা প্রশাসকরা নিজ নিজ এখতিয়ারের অধীন এলাকায় সব সময় নির্ধারিত এবং অনির্ধারিত বিভিন্নমুখী কাজ করে থাকেন। সরকারের উন্নয়ন-লক্ষ্য অর্জন এবং মাঠ পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় চলমান কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে সংশ্লিষ্ট জেলার জনগণের আশা-আকাঙ্ক্ষা এবং বিশেষ বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে নির্দেশনা অনুসরণ করে নতুন জেলা প্রশাসকরা সংশ্লিষ্ট জেলার জন্য তিন বছর মেয়াদি অগ্রাধিকার কর্ম পরিকল্পনা তৈরি করছেন। ওই কর্ম পরিকল্পনা এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ অনুমোদন দিয়েছে এবং সংশ্লিষ্ট ডিসি কর্তৃক বাস্তবায়নাধীন রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েক জন ডিসি ২০১৬ সালের সেপ্টেম্বরের শেষে কর্মস্থলে যোগদান করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের এই কর্মপরিকল্পনা ত্রৈমাসিক ভিত্তিতে মূল্যায়ন করা হবে। ওই নির্দেশিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন প্রক্রিয়া এবং উপদেষ্টাদের জন্য অনুসরণীয় বিষয় উল্লেখ রয়েছে। আদেশে কুমিল্লা জেলার উপদেষ্টা হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম, ময়মনসিংহ জেলায় সুবীর কিশোর চৌধুরী (অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়), কুষ্টিয়া জেলায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক শেখ আব্দুল আহাদ, রাঙ্গামাটি জেলায় সুদত্ত চাকমা (পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব), নারায়ণগঞ্জে মো. রকিব হোসেন (অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়), গোপালগঞ্জে শেখ ইউসুফ হারুন (মহাপরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়), ফরিদপুরে মো. হেমায়েত হোসেন (অতিরিক্ত সচিব, রেলপথ মন্ত্রণালয়), সিরাজগঞ্জে কবির বিন আনোয়ার (মহাপরিচালক (প্রশাসন) ও প্রকল্প পরিচালক এটুআই প্রোগ্রাম), মুন্সীগঞ্জে নাসিমা বেগম (সচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়), লালমনিরহাটে সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত সচিব মো. ফারুক জলিল, বাগেরহাটে ড. নমিতা হালদার (প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২), মৌলভীবাজারে মো. মফিজুল ইসলাম (নিবন্ধক ও মহাপরিচালক, সমবায় অধিদপ্তর), ব্রাহ্মণবাড়িয়ায় মো. মোশারফ হোসেন (অতিরিক্ত সচিব, কৃষি মন্ত্রণালয়), ঠাকুরগাঁওয়ে মুহা. শহিদু্‌জ্জামান (অতিরিক্ত সচিব (প্রশাসন), সমাজকল্যাণ মন্ত্রণালয়), রাজবাড়ীতে মো. শাহজাহান আলী মোল্লা (অবসরপ্রাপ্ত সচিব) এবং শরীয়তপুরে কামাল উদ্দিন তালুকদার (অতিরিক্ত সচিব, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়)কে উপদেষ্টা নিয়োগ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *