নবীগঞ্জের পল্লী গ্রামে ৩ বৃটিশ এমপি

Slider টপ নিউজ

53726_brts

হবিগঞ্জ; হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় সফর  করেছেন বৃটিশ লেবার পার্টি ৩ সংসদ সদস্য। আউশকান্দি ইউনিয়নের নিভৃত পল্লী উমরপুর গ্রাম যুক্তরাজ্য প্রবাসীর আমন্ত্রণে বাংলাদেশে সফররত তিন এমপি পরিদর্শন করেন। ওই গ্রামের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমানের সহোদর সৈয়দুর রহমান ছায়েদ লন্ডনের লেস্টার সিটিতে রেস্টুরেন্ট ব্যবসা করেন।

সেই সুবাদে লেবার পার্টির ৩ জন এমপির সঙ্গে তার সখ্য গড়ে উঠে। মঙ্গলবার বিকালে উমরপুর গ্রাম ঘুরতে আসেন বৃটিশ এমপি-জনাথন এসোওয়ার্থ এমপি, গণপূর্ত ও গৃহায়ণ বিভাগের ছায়া মন্ত্রী রুপা হোক, আর্টি হন ডেম রোজি এমপি। তাদের সফরসঙ্গী হিসেবে ছিলেন, লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ প্রধান পরিচালক হাওয়ার্ড ডেবার, এলএফবির সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বাশার, লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ সদস্য ও সমন্বয়কারী আব্দুল হাই প্রমুখ। তারা কথা বলেন, গ্রামের আবাল-বৃদ্ধ-শিশু-কিশোরসহ বিভিন্ন মানুষের সঙ্গে। এ সময় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, রাজনীতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ। দোভাষীর ভূমিকা পালন করেন লন্ডন প্রবাসী সৈয়দুর রহমান ছায়েদ ও সফরকারীদের সমন্বয়কারী আব্দুল হাই। স্থানীয় প্রশাসন ও প্রবাসী সূত্রে প্রকাশ, ১২ই ফেব্রুয়ারি ঢাকায় আসেন লেবার পার্টির ফ্রেন্ডস অব বাংলাদেশ ভিজিট প্রোগ্রামের সফরে বৃটিশ পার্লামেন্টের ৩ এমপির নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বাংলাদেশ সফরকালে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান রাজনৈতিক দল বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সংসদ ভবন, বিভিন্ন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ছাড়াও বাংলাদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রসমূহ ঘুরে দেখার কথা রয়েছে। আগামী ১৮ই ফেব্রুয়ারি বাংলাদেশ ত্যাগ করবে বৃটিশ ওই প্রতিনিধিরা। এ সময় তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন সমস্যা নিয়ে সরকারের সঙ্গে আলাপ করবেন বলে জানা গেছে। সফরকারী দলের টিম লিডার জনাথন এসোওয়ার্থ এমপি স্থানীয় সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি বলেন, বাংলাদেশের গ্রামের পরিবেশ ও মানুষের অতিথিপরায়ণতা আমাকে ও আমার সফরসঙ্গীদের মুগ্ধ করেছে। আমরা হতবাক হয়েছি এই পল্লীগ্রামে এতো সুন্দর মনের মানুষ বসবাস দেখে। আমরা তাদের কথা কোনোদিন ভুলতে পারবো না। আমরা সত্যিই বন্ধু সৈয়দ রহমানের কাছে কৃতজ্ঞ। সে তার গ্রামের পরিবেশ পরিস্থিতি দেখাতে আমাদের এখানে নিয়ে এসেছে। এখানে চমৎকার একটি পরিবার বাস করে। সাইদের আপ্যায়ন ও এলাকার গণমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আমাদের কৃতার্থ করেছে। এ সফর উপলক্ষে লন্ডন প্রবাসী সৈয়দুর রহমানের বাড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকের্ট আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুবলীগের কেন্দ্রীয় সদস্য আব্দুল মুকিত চৌধুরী, দৈনিক সমকাল প্রতিনিধি এমএ আহমদ আজাদ, ইউপি চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন, সাবেক চেয়ারম্যান আ.ক.ম খফরুল ইসলাম, সৈয়দ এহিয়া, নবীগঞ্জ স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক উজ্জল সরদার, ছাত্রলীগ সভাপতি আবু সালেহ জীবন, ছাত্রলীগ নেতা এমএ সবুর, সৈয়দ দিপলু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *