সিলেট প্রতিনিধি :: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, উন্নয়ন ও উৎপাদনের চালিকা শক্তি হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ ব্যবস্থাকে পিছনে রেখে জাতীয় অগ্রগতির কথা চিন্তা যায় না।
বিগত দিনে বিএনপি জোট সরকার বিদ্যুৎ উৎপাদন না করে, উৎপাদনের নামে হাজার হাজার কোটি টাকা লুঠপাট করেছে।
আওয়ামীলীগ ক্ষমতা লাভের পর বিদ্যুৎ ব্যবস্থার উন্নতির লক্ষে অগ্রাধিকার দেয়ায় আজ ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আমরা ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে নিজেদের অবস্থান গড়তে চাই। তিনি বিদ্যুতের ব্যবহারে আরো সাশ্রয়ী নীতি অবলম্বন করার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি আরো বলেন, বিদ্যুৎ জাতীয় সম্পদ, এ সম্পদের মালিক এদেশের জনগণ। আপনার সম্পদ আপনাকেই রক্ষা করতে হবে। গোলাপগঞ্জের বাঘা ও নালীউরিতে দু’টি সাব স্টেশন সহ গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ৬টি নতুন সাব স্টেশনের কথা উল্লেখ করে বলেন, পূর্ব সিলেটের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৬শ’ কোটি টাকা ব্যয়ে চারখাইয়ে গ্রীড উপ-কেন্দ্র হচ্ছে।
তিনি গোলাপগঞ্জ কদমতলীস্থ পল্লী বিদ্যুতের জোনাল অফিস প্রাঙ্গনে আয়োজিত ১০ কোটি টাকা ব্যয়ে নব-নির্মিত পল্লী বিদ্যুতের সাব স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি হানিফ আহমদের সভাপতিত্বে ও সমিতি বোর্ডের সেক্রেটারী (সচিব) সাংবাদিক আব্দুল আহাদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাহবুব আলম, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী রফিক আহমদ, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আলী আকবর ফখর, গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলতাফ হোসেন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিয়ানীবাজার এলাকা পরিচালক শফিউর রহমান শফি, দক্ষিণ সুরমা এলাকা পরিচালক মাহবুব আহমদ, বুধবারী বাজার ইউপি চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল, বাদেপাশা ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ, শরীফগঞ্জ ইউপি চেয়ারম্যান এমএ মুমিত হীরা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, ভাদেশ্বর ইউপি’র সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ ছালিক, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি হাজী আব্দুল ওয়াদুদ, লক্ষীপাশা ইউপি’র সাবেক চেয়ারম্যান মাহমুদ আহমদ, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুস সামাদ জিলু, সেক্রেটারী ইসমাইল আলী মেম্বার, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার লুৎফুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক ওয়েছুর রহমান, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম ফয়ছল, জহির উদ্দিন, রুহেল আহমদ, তাহের উদ্দিন তাজ্জুব, ফখরুল ইসলাম, নাজিম উদ্দিন লস্কর, আজমল আহমদ, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আর্জমন্দ আলী, উপজেলা মৎস্যজীবি সমিতির সেক্রেটারী নুরুল ইসলাম, সাবেক জেলা ছাত্রলীগ নেতা রুমেল সিরাজ, জাফরান জামিল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ শুকুর, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি সাদেক আহমদ, সাবেক জেলা ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান, বিশিষ্ট সমাজসেবী ডা. ইব্রাহিম, ইউপি সদস্য তারেক আহমদ, আব্দুল মান্নান, ইজলাল আহমদ, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আনা মিয়া, পৌর ছাত্রলীগ সভাপতি কামরান আহমদ, সেক্রেটারী দেলওয়ার হোসেন দিপন প্রমুখ।
বিকেল সাড়ে ৪টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে, কৃষি সম্প্রসারণ অফিসার নজরুল ইসলামের পরিচালনায় ও উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মতিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেছেন, আমরা আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ আজ নিজের খাদ্যের চাহিদা পূরন করে বিদেশে রপ্তানি করছে। চাল-ডাল-মাছ-মাংশ সব ক্ষেত্রে আমাদের অভাবনীয় সফলতা খাদ্য নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছে। এজন্য তিনি কৃষক ও কৃষি বিভাগের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ খায়রুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী রফিক আহমদ, পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, পৌর আওয়ামীলীগের সেক্রেটারী সৈয়দ মিছবাহ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আলহাজ শফিকুর রহমান, সাংগঠনিক কমান্ডার আব্দুল মুহিত, পৌর কমান্ডার মোহাম্মদ হানিফ আলী, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন সোনা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রুহেল, ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজের সাবেক এজিএস মনসুর আহমদ, শরীফগঞ্জ ইউপি’র প্যানেল চেয়ারম্যান ওবায়দুল হক, তরুণ লেখক আলীম উদ্দিন বাবলু, ইউপি সদস্য সেলিম আহমদ, তারেক আহমদসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।