সাকিব আল হাসানের চেহারাই সব বলে দিচ্ছিল। শূন্য দৃষ্টি। হতাশা মাখানো। হয়তো ভাবছিলেন, এত সহজ ক্যাচ কীভাবে মিস হলো!
এর দুই ওভার পরই চা–বিরতি হয়ে গেছে। আর সে সময় দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৫৯ রান নিয়েই ইনিংস ঘোষণা করেছে ভারত। তাতে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ৪৫৯ রান! এই ‘পাহাড়’ টপকাতে পারবে বাংলাদেশ?
ক্রিজে থাকা দুই ব্যাটসম্যান জাদেজা ও চেতেশ্বর পূজারা বেশ আক্রমণাত্মক খেলেছেন। পূজারা তো ফিফটিও পেয়ে গেছেন। তিনি অপরাজিত ছিলেন ৫৪ রানে, আর সাকিবের ওই ওভারে প্রাণ ফিরে পাওয়া জাদেজা ১০ বলে করেছেন ১৬ রান।