বান্দরবানের লামা থেকে ১০টি  বন মোরগ উদ্ধার 

Slider চট্টগ্রাম

গ্রাম বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম (1)

 

 

 

 

 

জাহিদ হাসান,বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের লামা বাজার থেকে ১০ টি বন মোরগ উদ্ধার করেছে বনবিভাগ ও আনসার বাহিনী।

আজ শনিবার বেলা সাড়ে ১১ টার সময় লামা বাজারের হরি মন্দির সড়ক থেকে বিক্রিকালে এ বন মোরগ গুলো উদ্ধার করে। বন মোরগ ব্যবসায়ীরা টের পেয়ে পালিয়ে যায়।এ বন মোরগ উদ্ধার অভিযান পরিচালনা করেন লামা বনবিভাগের অভিযান কর্মকর্তা ফরেষ্টার হারুনর রশিদ বাবলো এবং লামা ১৭ আনসার ব্যাটালিয়ানের নায়েক শেখ মোঃ সাহাব উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।পরে লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহমদ এর নির্দেশে উদ্ধারকৃত বন মোরগ গুলো ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারী পার্কে শনিবার দুপুর ২টায় অবমুক্ত করে দিয়ে আসে।লামা সদর রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ফরেষ্টার হারুণ অর রশিদ বাবলু বলেন, এইসব শিকারী লোকজনের কারণে বন্যপ্রাণী গুলো হারিয়ে যাচ্ছে। বন্য প্রাণী ধ্বংসে যারা জড়িত রয়েছে তাদের আইনের আওতায় আনা হবে।এ ব্যাপারে লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহমদ বলেন, বন্য প্রাণী সংরক্ষণে আমরা যথেষ্ট আন্তরিক। বন বিভাগের লোকজন ও আনসার বাহিনীকে সাথে নিয়ে বন মোরগ গুলো উদ্ধার করি। ১০টি বনমোরগ বঙ্গবন্ধু সাফারী পার্কে শনিবার দুপুর ২টায় অবমুক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *