অনিকেত সেন অন্তর, ঠাকুরগাঁও; সংবাদ সংগ্রহের সূত্র: যেটাকে বলা হয় 5-W,H-1 H বাংলা হলো- ১) কি? ২) কোথায়? ৩) কেন? ৪) কখন? ৫) কি ভাবে? ৬) কে বা কারা? প্রতিটি খবরের তথ্য সংগ্রহ করার সময় তোমাকে উল্লেখিত ৬টি প্রশ্নের উত্তর জানতে হবে।
যেমন- ছেলেটি দুর্ঘটনায় নিহত হয়েছে তার নাম বাবার নাম বয়স কোন স্কুলে এবং কোন ক্লাসে পড়ে /ওর বাড়ী কোথায়?/ বাবা কি করেন? কয় ভাই-বোন? ভাই-বোনদের মধ্যে সে কত নম্বর। মানে ছেলেটির বিস্তারিত তথ্য নিতে হবে। এর পরে দুর্ঘটনাটি কি ভাবে ঘটলো এবং কোথায় ঘটলো কখন ঘটলো?/ দুর্ঘচনার সাথে সাথে তার মৃত্যু হয়েছে কি? যদি সাথে সাথে মৃত্যু না হয়ে থাকে তাহলে তাকে আহত অবস্থায় কোন হাসপাতালে নেয়া হলো? সে কি চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে? চিকিৎসাধিন অবস্থায় মারা গলে পরে লাশ কোথায় নেয়া হলো? থানায় না বাড়ীতে? ঘটনার বিষয়ে কোন মামলা হয়েছে কি?…………