এক লেখিকার স্মরণ সভায় আরেক লেখিকার মৃত্যু

Slider চট্টগ্রাম টপ নিউজ

52170_ddda

ডেস্ক; চট্টগ্রামে এক লেখিকার স্মরণ সভায় যোগ দিয়ে অসুস্থ হয়ে আরেক লেখিকা মারা গেছেন।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে কথাসাহিত্যিক ফাহমিদা আমিনের স্মরণ সভায় ৫৯ বছর বয়সী জেসমিন খানের মৃত্যু হয়।

স্মরণ সভার আয়োজক ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মঈনুল ইসলাম মাহমুদ গণমাধ্যমকে জানান, অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখার পর দর্শক সারিতে গিয়ে বসেন জেসমিন খান। পরে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা হৃদরোগে ওই লেখিকার মৃত্যু হওয়ার কথা জানান।

উল্লেখ্য, জেসমিন খান রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোসলেম খানের স্ত্রী। তিনি ভ্রমণ কাহিনী ও আত্মজীবনীমূলক প্রবন্ধ লিখতেন। এছাড়া তিনি বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক। সময়ের জলছবি ও লসএঞ্জেলেসএর দিনগুলোসহ তিনটি বই রয়েছে জেসমিন খানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *