অনিকেত সেন অন্তর, শিশু সাংবাদিক, ঠাকুরগাঁও ; SSC exam এ অনেক গুরুত্বপূর্ণ, সরল সুদকষা সংক্রান্ত কিছু গণিত এর শর্ট টেকনিক।
1. যখন মূলধন,সময় এবং সুদের হার দেওয়া থাকে তখন-
সুদ=(মূলধন*সময়*সুদের হার)÷১০০
যেমন-
সুদের হার শতকরা ৭ টাকা হলে ৬৫০টাকার ছয় বছরের সুদ হবে-
শর্টটেকনিক:
সুদ=(মূলধন*সময়*সুদের হার)÷১০০
(৬৫০*৬*৭)÷১০০=২৭৩টাকা
2. যখন সুদ,মূলধন এবং সুদের হার দেওয়া থাকবে,তখন-
সময়=(সুদ*১০০)÷(মূলধন*সুদের হার)
যেমন-
১০% হারে কত সময়ে ৫০০ টাকার সুদ ১০০টাকা হবে?
শর্টটেকনিক:
সময়=(সুদ*১০০)÷(মূলধন*সুদের হার)
=(১০০*১০০)÷(৫০০*১০)=২বছর
3. যখন সুদে আসলে গুণ এবং সুদের হার উল্লেখ থাকে তখন-
সময়={(সুদে আসলে যতগুণ-১)÷সুদের হার}১০০
যেমন-
বার্ষিক শতকরা ১০টাকা হার সুদে কোন মূলধন কত বছর পরে সুদে আসলে দ্বিগুণ হবে?
শর্টটেকনিক:
সময়={(সুদে আসলে যতগুণ-১)÷সুদের হার}১০০
{(২-১)/১০}১০০
=১০বছর
4. যখন সুদে মূলে গুণ এবং সময় উল্লেখ থাকে তখন-
সুদের হার={(সুদে মূলে যতগুণ-১)/সময়}*১০০
যেমন- শতকরা বার্ষিক কত হার সুদে যে কোন আসল ৫ বছরে সুদে-আসলে দ্বিগুণ হয়?
শর্টটেকনিক:
সুদের হার={(সুদে মূলে যতগুণ-১)/সময়}*১০০
={(২-১)/৫}১০০
=২০%
5. যখন সুদ,সময় এবং সুদের হার উল্লেখ থাকে তখন-
মূলধন=(সুদ*১০০)÷(সময়*সুদের হার)
যেমন-শতকরা বার্ষিক ৪টাকা হার সুদে কত টাকার ৬ বছরের সুদ ৮৪ টাকা হবে?
শর্টটেকনিক:
মূলধন=(সুদ*১০০)÷(সময়*সুদের হার)
=(৮৪*১০০)÷(৬*৪)=৩৫০টাকা