“বাংলা ভাষা”
—>এহসানুর রহমান আক্তাবুর
ভাষা শহীদের রক্তে মাখা আমার বর্ণমালা,
সেই বর্ণ শব্দে গেঁথে সাজাই কথার ডালা।
পদ্যে গদ্যে ছবি আঁকি বাংলা বর্ণ সাজাই,
বাংলা কথায় বাংলা সুরে প্রাণ মিশিয়ে গাই।
বাংলা আমার মায়ের ভাষা বাংলা বাবার বুলি,
বাংলা বোনের মিষ্টি হাসি বাংলায় গায় বুলবুলি।
বাংলায় বুকে দুঃখ পুষি বাংলাতে কাঁদি হায়,
বাংলা আদর সোহাগ পেয়ে দুঃখ ভুলে যাই।
বাংলা আমার মুখের ভাষা বাংলা প্রাণের সুর,
বাংলা ভাষার রসে সিক্ত কাব্য সুমধুর!
কৃষক কাঁধে জোয়াল নিয়ে বাংলায় ধরে গান,
সবুজ ধানের শিষের তালে নাচে বাংলার প্রাণ।
নদীর তটে বটের মূলে রাখাল বাজায় বাঁশি,
মধুর সুরে বলে যায় শুধু বাংলারে ভালোবাসি।
বাংলার ঝিলে শাপলা ফুটে বাংলা শোভা দেয়,
বাংলায় হেসে পলাশ শিমূল প্রাণ যে কেড়ে নেয়।
বাঙালি মনের ভাব প্রকাশে বাংলা কথা কয়,
উর্দু ভাষা বিতাড়িত করে বাংলা ভাষার জয়।
ভাষার জন্য প্রাণ বিসর্জন এমন কি আর আছে?
আমি ঋণী বাংলা ঋণী ভাষা শহীদের কাছে।
বাংলা আমার ধমনিতে রক্ত কণিকায়,
আমি বাংলায় ডুবি ভাসি বাংলাতে গান গাই।
বাংলা আমার প্রেমের পরশ শ্রদ্ধা ভক্তি যতো,
এই ভাষাকে ভালোবেসে করছি মাথা নত।
মনের যতো অনুভূতি আমি বাংলাতে প্রকাশি,
বাংলা আমার হৃদস্পন্দন বাংলাকে ভালোবাসি।