একুশ———প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত

সাহিত্য ও সাংস্কৃতি

15400908_2169978276560815_4112679730811533688_n

 

 

 

 

 

 

একুশ

———————-প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত

পাকিস্তানের স্বৈর শাসন পূর্ব বাংলা করত শোষন
আলী জিন্নাহর অগ্নি ভাষন উর্দু হবে সবার কথন
বাংলা মা’র ভাষা চেতন একুশ উড়ায় সূর্য কেতন
দামাল ছেলের মরণ বরণ বাংলাটা পেল জীবন

বাঙালিদের দ্রোহের বন্যায় হটে উর্দু দাবীর অন্যায়
রফিক সফিক ভাষার আশায় অকাতরে প্রাণ হারায়
পলাশ শিমুল কৃষ্ণ চূড়ায় একুশ রাঙে রক্ত জবায়।

দেয় অধিকার মাতৃভাষার রক্তে রাঙা একুশ আমার
ইউনেস্কো ঘোষনায় যার আন্তর্জাতিক মানটি ভাষার
বাংলার মান বিশ্ব ভাষার রক্ত ঋণে শহীদ সেনার
একুশ দিলো সে উপহার যে ভাষায় আজ গর্ব সবার

আজও দেখি সেই লালসা ভিনভাষায় মিটায় পিপাসা
ধিক বাঙালির ঐ দুরাশা বাংলাতে আর নয় নিরাশা
সব চেতনায় বাঁধুক বাসা বাংলাই জাতীর ভরসা

বাংলার উৎকর্ষ সাধন একুশ তবে বিশ্ব মহান
একুশ মানে সেই জয়গান যে গান দানে কাব্য বিতান
বাংলাভাষা দেশজাতীর মান জীবনে অস্তিত্ব সমান
বায়ান্নের একুশ মহান স্বাধীনতার প্রথম সোপান।

একুশ জেনো মূল চেতনায় বাংলাভাষা ফল্গু ধারায়
পড়ায় লেখায় গল্প কথায় স্বপ্ন দেখা হোক বাংলায়
চেতন যেন পূর্নতা পায় শহীদ ভায়ের শেষ শ্রদ্ধায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *