এদের মধ্যে নব্য জেএমবির আইটি প্রধান রয়েছে বলে র্যাব জানিয়েছে।
বুধবার ভোরে যাত্রাবাড়ীর ধোলাইপার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান জানান, এই জঙ্গিরা জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সদস্য। এদের মধ্যে বর্তমান আইটি শাখার প্রধান মোঃ আশফাক-ই-আজম আপেলও রয়েছে। তবে অন্যদের পরিচয় এখনো র্যাব জানায়নি।
তিনি জানান, এই জঙ্গিরা পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে তারা জানতে পেরেছেন। যাত্রাবাড়ীর একটি বাড়িতে জঙ্গি আস্তানা রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে ভোর রাত চারটার দিকে অভিযান শুরু করে র্যাব।
সুত্রঃ বিবিসি বাংলা