সেলায়মান সাব্বির; দেখা যায় না গ্রাম বাংলার সেই রুপ বৈচিত্র্য।ক্রমেই হারিয়ে যাচ্ছে আবহমান গ্রামবাংলার বিচিত্রতা।এখন আর আগের মতো দেখা যায় না মাটির হাড়ি ঝুলানো খেজুরের গাছ।
ষড়ঋতুরর দেশ বাংলাদেশ।ষড়ঋতুরর দেশ হওয়ার কারনে ঋতুভেদে বিচিত্র রুপ ধারন করে।গ্রামবাংলার শীতের সকাল খুব মিষ্টি প্রকৃতির হয়।আর সেই সকাল আরও মিষ্টি হয় খেজুরের তাজা রসে।শীতের সকালে টাটকা খেজুরের রস সকলের কাছেই লোভনীয়। ভোর হওয়ার সাথে সাথেই খেজুরের রসে মনে এবং শরীরে উষ্ণতা অনুভূত হয়।
বর্তমানে খেজুরের রস এবং শীতের সকালের সুন্দর অনুভুতি দুটোই ক্রমে হারিয়ে যাচ্ছে।নগরায়নের সাথে সাথে গ্রামীণ পরিবেশ পরিবর্তিত হচ্ছে।এর সাথে সাথে পাল্টে যাচ্ছে গ্রামীন জনগনের জীবনযাপন। ফলে হারিয়ে যাচ্ছে আবহমান গ্রামবাংলার রুপ বৈচিত্র্য।পাল্টে যাচ্ছে গ্রামীন মানুষের জীবনযাপন এবং এর সাথে সম্পৃক্ত সকল ঐতিহ্যপূর্ন বিষয়।
জাতির প্রত্যাশা প্রকৃতির চিরচেনা সুন্দর এবং সচ্ছল রুপ বৈচিত্র্য অটুট থাকুক । আবহমান গ্রামবাংলার রুপ বৈচিত্র্য জাতি একইভাবে উপভোগ করতে চায়। চিরসবুজ অপার সৌন্দর্যের বিলুপ্তি কখনই জাতির কাছে কাম্য নয়।