ঢাকা; সুন্দরবন ‘রক্ষায়’ আগামী ২৬ জানুয়ারি ঢাকাবাসীকে অর্ধদিবস হরতাল পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ সিপিবি কার্যালয়ে আয়োজিত এক সভায় এ আহ্বান জানানো হয়।
গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি এ কর্মসূচির কথা জানিয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, রুহিন হোসেন প্রিন্স, ডা. সাজেদুল হক রুবেল, কাফি রতন, জলি তালুকদার, বিকাশ সাহা, খান আসাদুজ্জামান মাসুম প্রমুখ। সভায় বক্তারা, আগামী ২৬ জাুনয়ারি অর্ধদিবস হরতাল পালন করতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান। সভায় বক্তারা বলেন, সরকার কোনো যুক্তি তথ্যের কাছে না পেরে গায়ের জোরে, মিথ্যা প্রচার করে সুন্দরবন ধ্বংসী রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করতে চাইছে। তাই জনগণকে রাজপথে নেমেই সুন্দরবন রক্ষা করতে হবে। বক্তারা বলেন, আগামী ২৬ জানুয়ারি নিজ নিজ ব্যক্তিগত কাজ, গাড়ী, প্রতিষ্ঠান বন্ধ রেখে সুন্দরবন রক্ষা আন্দোলনের প্রতি সমর্থন জানানোর মধ্য দিয়ে সুন্দরবন রক্ষা আন্দোলনে এগিয়ে যাবে।