ওয়াশিংটন প্রস্তুত

Slider সারাবিশ্ব

49930_qqq

ডেস্ক; ওয়াশিংটনে পৌঁছেছেন ডনাল্ড ট্রাম্প। তিনি এখানেই অন্তত চার বছর কাটাবেন। আজ যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। ইতি ঘটছে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বিভক্তিমূলক নির্বাচনী ক্যাম্পেইন ও ঝঞ্ঝাটময় ক্ষমতা হস্তান্তরকালীন সময়। শেষ মুহূর্তে কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনের আইকন জন লুইসকে আক্রমণ করে পরিস্থিতি আরও ঘোলাটে করে তোলেন ট্রাম্প। কয়েক ডজন ডেমোক্রেট বলছেন তারা ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করবেন।

সিএনএন’র এক খবরে বলা হয়, জঙ্গিগোষ্ঠী আইএস’কে নিয়ে ট্রাম্পের বেপরোয়া মন্তব্য, রাশিয়ার সঙ্গে উষ্ণ সম্পর্ক আর ন্যাটোকে নিয়ে তার সমালোচনা  সবকিছু মিলিয়ে নতুন কিছিমের এক আমেরিকান প্রেসিডেন্টের মুখোমুখি বিশ্ব।
শপথ গ্রহণের পূর্বে বৃহ¯পতিবার রাতে লিংকন মেমোরিয়ালে একটি কনসার্ট আয়োজিত হয়। এতে পারফর্ম করেন লি গ্রিনউড, টবি কেইথ ও থ্রি ডোর্স ডাউন। ট্রাম্প উপস্থিত দর্শকদের কাছে অঙ্গীকার করেন, তিনি সকল নাগরিকের প্রেসিডেন্ট হবেন।
এদিকে বৃহস্পতিবার রাতে বিক্ষোভকারী ও ওয়াশিংটন পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। বিক্ষোভকারীরা ট্রাম্পপন্থী রক্ষণশীল নেতাকর্মীদের একটি বৈঠকস্থলের বাইরে জড়ো হন। ট্রাম্প প্রশাসনের শপথ গ্রহণকে সামনে রেখে বেশ কয়েকটি প্রতিবাদ আয়োজন করা হয়েছে। তার মধ্যে এটি একটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *