বিপর্যয়ে বাংলাদেশ

Slider খেলা সারাদেশ

CHRISTCHURCH, NEW ZEALAND - JANUARY 20: Soumya Sarkar of Bangladesh bats during day one of the Second Test match between New Zealand and Bangladesh at Hagley Oval on January 20, 2017 in Christchurch, New Zealand.  (Photo by Martin Hunter/Getty Images)

 

ঢাকা; সাকিব আর হাসান আর সৌম্য সরকারের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে বিপর্যয় কাটিয়ে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্ত আচমকা ৩ উইকেট হারিয়ে ফের বিপর্যয়ে বাংলাদেশ দল। ক্রাইস্টচার্চে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ ৩৭.৫ ওভারে ১৭৭/৫। ১৬৫/২ থেকে ১২ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার অধিনায়ক ১৭ বলে ৫ আর ওয়ান ডাউনে নামা মাহমুদুল্লাহ ২৪ কলে ১৯ রান করে আউট হন তখন বাংলাদেশের সংগ্রহ মাত্র ৩৮। এসময় সৌম্য সরকারের সঙ্গে জুটি বাঁধেন আগের টেস্টে ডাবল সেঞ্চুরি করা সাকিব আাল হাসান। এ জুটি শতাধিক রান যোগ করে এগিয়ে যাচ্ছিলেন।। দুজনই ফিফটি করেছেন। কিন্ত সাবলীল খেলতে থাকা সৌম্য সরকার ৮৬ রান করে আউট হয়ে গেলেন। সৌম্য ১০৪ বলে ৮৬ রান করার পথে ১১টি চার মারেন তিনি। চতুর্থ টেস্টে এটি তার প্রথম ফিফটি। গত বছর খুলনায় পাকিস্তানের বিপক্ষে অভিষেকের পর ভারতের বিপক্ষে দুই টেস্টে তার সর্বোচ্চ ছিল ৩৭ রান। আর সাকিব ৭৫ বলে ৫৭ রান করে আউট হলেন। তার সঙ্গে যোগ দিয়েছিলেন সাব্বির রহমান। তিনি মাত্র ৮ বলে ৭ রান করে ট্রেন্ট বোল্টের তৃতীয় শিকারে পরিণত হলেন। পঞ্চম উইকেটে আসেন ১২ প্রথম শ্রেণীর ম্যাচ খেলা নাজমুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *