ঢাকা; বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের পরিস্থিতি দেখে তেলের দাম না কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার সচিবালয়ে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাংবাদিকদের এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম দুই ধাপে কমানোর কথা ছিল। সরকারের কাছে আমরা অনুমতির জন্য প্রস্তাবও পাঠিয়ে ছিলাম। কিন্তু হঠাৎ করে বিশ্বে তেলের দাম বেড়ে গেছে। বিশ্ব ব্যাংক আভাস দিয়েছে, আগামী বছরও তেলের দাম বাড়তে পারে। এ কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে এ মুহূর্তে কোনো প্রাইস অ্যাডজাস্টমেন্টে না যাওয়ার। উল্লেখ্য, ২০১২ সালে যে তেলের দাম ছিল প্রতি ব্যারেল ১০৫ ডলার, দফায় দফায় কমে এক পর্যায়ে ২০১৬ সালে তা ৩৩ ডলারে নেমে আসে।
বিভিন্ন মহলের দাবির প্রেক্ষিতে ২০১৬ সালের ২৪ এপ্রিল ডিজেল ও কেরোসিনের দাম ৪ শতাংশ এবং অকটেন ও পেট্রোলের দাম ১০ শতাংশের মতো কমানো হয়। তার কয়েকদিন আগে ফার্নেস অয়েলের দাম প্রতি লিটার ৬০ টাকা থেকে ৪২ টাকায় নামিয়ে আনা হয়।