ঢাকায় ব্রিটিশ নম্বরপ্লেটযুক্ত বিএমডব্লিউ গাড়ি আটক

Slider বাংলার মুখোমুখি

49636_aaa

 

ঢাকা; ঢাকার বনানী থেকে সাড়ে তিন কোটি টাকা মূল্যের একটি বিএমডব্লিউ গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দারা।  ব্রিটিশ নম্বর প্লেটযুক্ত এই গাড়িটি ব্যবহার করছিলেন মোহাম্মদ মুহসিন আলম নামের এক ব্যবসায়ী। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মঈনুল খান জানান, ‘অদ্ভুত নাম্বারপ্লেট’ ব্যাবহার করে একটি গাড়ি চলছে, এমন একটি অভিযোগের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা এ অভিযান পরিচালনা করেন। আটকের সময়ে গাড়িটি বনানীর একটি বাড়ির বেসমেন্টে কাপড় দিয়ে ঢাকা ছিল।
গাড়ির সম্মুখভাগের নাম্বারপ্লেটে প্রথমে ইংরেজিতে লেখা ঢাকা এবং এর পর ইংরেজিতে লেখা ওয়াইএফ-০৫পিভিটি। কারনেট বা শুল্কমুক্ত সুবিধা ব্যবহার করে গাড়িটি বাংলাদেশে আনা হয়েছিল বলে জানান শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক। তিনি আরও জানান, কারনেটের মেয়াদ আগেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরও গাড়িটি জমা দেওয়া হয়নি। এ ব্যাপারে একাধিক নোটিশও পাঠানো হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *