এ সময় দলের অন্য নেতারা না, না বলে আওয়াজ তোলেন। একজন সাংগঠনিক সম্পাদক বলে ওঠেন, ‘নেত্রী, আপনাকে আমরা ছাড়ব না। আপনি ইঞ্জিন আর আমরা বগি। বগি কমতে পারে, বাড়তে পারে। আপনি হচ্ছেন আমাদের মূল শক্তি। ইঞ্জিন ছাড়া বগি যতই লাগান, বগি চলবে না।’
জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি তো অনেক দূর নিয়ে গিয়েছি। আমি আর পারব না। আমার বয়স হয়েছে। আমি তো ডিজিটাল লিডারশিপ তৈরি করলাম। আমি অ্যানালগ চালালাম। তোমরা ডিজিটাল চালিয়ে নাও।’
বৈঠকে উপস্থিত সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির এবং এর চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে বক্তৃতা করেন। তিনি বলেন, সুশীল সমাজের কেউ কেউ বলেন, দুই নেত্রী একসঙ্গে বসলেই সব সমাধান হয়ে যাবে। কিন্তু বিএনপি নেত্রীর ছেলে মারা যাওয়ার পর দেখতে গিয়েছিলেন। কিন্তু মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর দপ্তরের লোকজন কথা বলে নিশ্চিত হয়েই গিয়েছিলেন। কিন্তু এরপরও অপমান করা হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে তাঁকে মেরে ফেলার চেষ্টা হয়েছে। হাসপাতালে বিএনপির ডাক্তাররা আহত ব্যক্তিদের চিকিৎসা পর্যন্ত দেয়নি। এরপরও জাতীয় স্বার্থে তিনি বিএনপির নেত্রীকে ২০১৩ সালে ফোন করেছিলেন। আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সাড়া দেননি। এখন তাঁর সঙ্গে কিসের সংলাপ? আগামী নির্বাচনে বিএনপির অংশ নেওয়া না-নেওয়া প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বিএনপি নির্বাচনে না এলে তাঁকে রাজনৈতিকভাবে বাঁচিয়ে রাখার দায়িত্ব তাঁর নয়। বিএনপি যদি গণতন্ত্রে বিশ্বাস করে, নির্বাচনে আসবে। তারা যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনে বিশ্বাস করে, নির্বাচনে আসবে।
নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের বিষয়ে শেখ হাসিনা দলের নেতাদের বলেন, আইন তৈরি করতে সময় লাগবে। সবার সঙ্গে কথা বলতে হবে। তিনি আরও বলেন, বিএনপি এখন আইন করার কথা বলছে না। আবার আইন করলে বলবে মানি না।
সূত্র জানায়, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান হোসেন মনসুর একটা প্রস্তাব দেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস নেই—এমন কোনো দল যাতে রাজনীতি না করতে পারে, সেই বিষয়টি গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিতে হবে। রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে এটি নিশ্চিত করার ব্যবস্থা থাকা উচিত।
নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ
এর আগে দলের নেতা-কর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। আমরা তিন বছর পূর্ণ করে চার বছরে পা দিয়েছি। একটানা আট বছর। কাজেই এখনকার পথ হবে আরও কঠিন পথ। আমাদের যে কাজগুলো আছে, সেগুলো শেষ করতে হবে; যাতে আমাদের দেশের মানুষ ভালো থাকে।’
আগামী নির্বাচনের জন্য দলীয় ইশতেহার তৈরির লক্ষ্যে বিষয়ভিত্তিক আলাদা সেল গঠন করতে উপদেষ্টামণ্ডলীকে নির্দেশ দিয়েছেন জানিয়ে শেখ হাসিনা বলেন, সামনে নির্বাচন। আগামী ইশতেহার ঠিক করা হবে। সেগুলো এখনই চিন্তাভাবনা হচ্ছে।