ঢাকা; আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি রাজনীতিতে ধৈর্য্যরে পরিচয় দিচ্ছে। তাই আশা করি, আগামী নির্বাচনে তারা অংশ গ্রহণ করবেন।
আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ১৪ দলের এ মুখপাত্র বলেন, সকলকে ধৈর্য্যরে পরিচয় দিতে হবে। বিএনপিকে আরো দু’বছর ধৈর্য্য ধরতে হবে। নির্ধারিত সময় শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের জনগণ যাদের নির্বাচিত করবে তারাই দেশের শাসনভার পরিচালনা করবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি এবং নির্বাচন কমিশন(ইসি) রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আয়োজন করে থাকে। রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছেন। তাই সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপের কোন সম্ভাবনা নেই। সংবাদ সম্মেলন থেকে মোহাম্মদ নাসিম গাইবান্দার নিহত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি আহবান জানান।