হাফিজুল ইসলাম লস্কর :: বাংলা মায়ের শ্রেষ্ট সন্তান, মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর জীবন নিয়ে প্রথম বারের মতো একটি ডকুমেন্টারী নির্মিত হয়েছে।
ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রাক্তণ প্রধান বিশিষ্ট সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী ৫০ মিনিটের এ ডকুমেন্টারী নির্মাণ করেছেন।
স্বাধীনতার ৪৫ বছর পূর্তি উপলক্ষে বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী ট্রাস্ট এ ডকুমেন্টারী নির্মাণের উদ্যোগ নেয়।
এদিকে, ডকুমেন্টারীর প্রদর্শনী সোমবার বিকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেক্টর কমান্ডার্স ফোরাম সিলেট জেলা শাখার ভাইস প্রেসিডেন্ট এম আলী ইসমাঈলের সভাপতিত্বে এতে ওসমানীকে নিয়ে স্মৃতিচারণ করেন-বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল(অব:) হেলাল মোর্শেদ, মেজর জেনারেল(অব:) আজিজুর রহমান বীর উত্তম, কর্ণেল(অব:) আব্দুস সালাম, আমেরিকার ডেক্সেল ইউনিভার্সিটির শিক্ষক ড. জিয়া উদ্দিন ও ওসমানী ট্রাস্টের সেক্রেটারী এম এ বাসেত ওসমানী।
অনুষ্ঠানে সাবেক সচিব মোফাজ্জল করিমসহ নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেজর জেনারেল(অব:) হেলাল মোর্শেদ জানান, স্বাধীনতা যুদ্ধে এ সমরবিদ নিয়মিত বাহিনী, গেরিলা বাহিনী ও জনযুদ্ধকে একত্রিত করে দূরদর্শিতার স্বাক্ষর রাখেন। তার সুযোগ্য নেতৃত্বেই মুক্তিবাহিনী পাক হানাদারদের এদেশ থেকে দ্রুত বিতাড়ন করতে সক্ষম হয়।
মেজর জেনারেল(অব:) আজিজুর রহমান জানান, জেনারেল ওসমানী আজীবন মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন।
আয়োজকরা জানান, জেনারেল ওসমানীকে জানতে এবং জানাতে এ ডকুমেন্টারী নির্মিত হয়েছে। প্রায় দু’ বছর প্রচেষ্টা চালিয়ে সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী এ ডকুমেন্টারী তৈরী করেছেন। এরই মধ্যে এটি আমেরিকায় প্রদর্শিত হলেও বাংলাদেশে সোমবার প্রথম এটি প্রদর্শিত হল। সাংবাদিক ইকবাল বাহারের উপস্থিতিতে আগামী মার্চে এ ডকুমেন্টারী ব্যাপক ভাবে প্রদর্শিত হবে।
প্রদর্শনীতে বঙ্গবীর ওসমানীর স্মৃতিচারণ করেছেন দেশের বরেণ্য রাজনীতিবিদ, মন্ত্রী, গবেষক, সামরিক কর্মকর্তা ও বিশিষ্ট সাংবাদিকবৃন্ধ।
.