গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য চান প্রেসিডেন্ট

Slider জাতীয় সারাবিশ্ব

48356_a7

 

ঢাকা; প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ বলেছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হওয়া অত্যন্ত জরুরি। পরবর্তী নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণে প্রেসিডেন্টের সংলাপের অংশ হিসেবে সোমবার বঙ্গভবনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বিএসডি) নেতৃবৃন্দ তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত এ আলোচনায় বিএসডি’র ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। আলোচনায় বিএসডি সার্চ কমিটি ও নতুন ইসি গঠনের বিষয়ে পাঁচ দফা প্রস্তাব পেশ করে। এসব প্রস্তাবে রয়েছে নির্বাচন কমিশনার নিয়োগের জন্য সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন, বর্তমান পাঁচ সদস্যের বদলে নয় সদস্যের ইসি গঠন, জাতীয় বাজেটে ইসির জন্য পৃথক বরাদ্দ দান এবং যারা দেশের সংবিধানের চার মূলনীতিতে বিশ্বাসী তাদেরই নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দান।
প্রেসিডেন্ট ইসি গঠন বিষয়ে গঠনমূলক প্রস্তাব দেয়ার জন্য বিএসডি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান। পরে বঙ্গভবনের দরবার হলে জাতীয় সমাজতান্ত্রিক দলের (আম্বিয়া) সঙ্গে আলোচনা করেন। ৩৫ মিনিটের আলোচনাকালে জাতীয় সমাজতান্ত্রিক দল একটি সার্চ কমিটি ও নতুন ইসি গঠন বিষয়ে পাঁচ দফা প্রস্তাব দেয়। তারা সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের প্রধানগণ ও সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের নিয়ে একটি সার্চ কমিটি গঠনের প্রস্তাব করেন। এ সময় প্রেসিডেন্ট বলেন, ইসির ওপর সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের গুরত্বপূর্ণ বিষয় হলো একটি অবাধ নির্বাচন অনুষ্ঠান এবং তিনি আশা প্রকাশ করেন যে এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মতামত ও প্রস্তাবসমূহ ইতিবাচক ভূমিকা রাখবে। আলোচনাকালে প্রেসিডেন্টের সংশ্লিষ্ট সবিচগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *