মোঃ জাহিদুল ইসলাম, ডিমলা প্রতিনিধিঃ (নীলফামারী) : বাংলাদেশ ছাত্রলীগের ৬৯-তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে নীলফামারী জেলার ডিমলা উপজেলা শাখা ছাত্রলীগের আয়োজনে ব্যাপক উৎসাহ ও আনন্দ উদ্দীপনায় পালিত হলো প্রতিষ্ঠা বার্ষিকী। ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলে একটি বর্ণাঢ্য র্যালী বের করে ডিমলা শহরের বিভিন্ন সড়ক প্রদনি শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ডিমলা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আবু সায়েম সরকারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুর রহমান এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরাকর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি বাবু শৈলেন চন্দ্র সিংহ রায়, উপজেলা সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক ও নীলফামারী জেলা পরিষদ নব নির্বাচিত সদস্য ফেরদৌস পারভেজ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জালাল উদ্দিন স্বাধীন, সাংগঠনিক সম্পাদক ইরফান আহম্মেদ মিঠু, কলেজ শাখার সভাপতি আব্দুর রশিদ লেবু, সাবেক শ্রমিক লীগ নেতা নুরুল ইসলাম ড্রাইভার, আওয়ামীগের সহযোগী সংগঠন ও ১০ ইউনিয়নের ছাত্রলীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জঙ্গীবাদ ও সন্ত্রাস দমনে দলের নেতা কর্মী ও জনসাধারনকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে সেই সাথে জননেত্রীর হাতকে শক্তিশালী করার সহযোগিতার আহব্বান জানান তিনি। আলোচনা সভা শেষে প্রধান অতিথি কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষনা করেন। এসময় বালাপাড়া ইউনিয়নের ছাত্রদলের নেতা তুহিন আফরোজ বাংলাদেশ ছাত্রলীগে যোগদান করেন।