সংবিধানের ষোড়শ সংশোধনী: আপিল শুনানি ৮ ফেব্রুয়ারি

Slider বাংলার আদালত

47741_hc

 

ঢাকা; উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর শুনানির তারিখ আগামী ৮ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতির সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই তারিখ ধার্য করেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বৃহস্পতিবার আপিল শুনানির আগে চার সপ্তাহ সময় চাইলে তা মঞ্জুর করে আদালত এই দিন ঠিক করে দেন। আদালত বলেছেন, ধার্য তারিখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর শুনানি হবে। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন এডভোকেট মনজিল মোরসেদ।
সুপ্রিম কোর্টের ৯ আইনজীবীর করা একটি রিট আবেদনে দেওয়া রুলের চূড়ান্ত শুনানি শেষে গত ৫ মে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাই কোর্ট বেঞ্চ সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ করে রায় দেয়। রায়ে বলা হয়, ‘সংসদের মাধ্যমে বিচারকগণের অপসারণ প্রক্রিয়া ইতিহাসের একটি দুর্ঘটনা’। ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ বুধবার আপিল করলে বৃহস্পতিবার তা আপিল বিভাগে ওঠে। বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তির জন্য রিটকারীদের পক্ষ থেকেও আপিল বিভাগে আলাদা আবেদন করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *