সামসুদ্দিন, সোলায়মান সাব্বির/ প্রিয়াঙ্কা দেবনাথ, গাজীপুর অফিস; ব্যাটারী চালিত অটোরিক্সা থেকে একাধিক স্থানে অতিরিক্ত চাাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে অটোরিক্সা চালকেরা।
বৃহসপতিবার সকাল ১০টা থেকে ১২ টা পর্য়ন্ত গাজীপুর মহানগরের জয়দেবপুর বাসষ্ট্যান্ড-শিমুলতলী রুটে অটোরিক্সা বন্ধ করে চালকেরা ডুয়েট এলাকায় ওই আন্দোলন করে।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, অটোরিক্সা থেকে জয়দেবপুর বাসষ্ট্যান্ডে প্রতিদিন ৫০ টাকা করে চাঁদা আদায় করতেন অটোরিক্সার মালিকপক্ষ। সম্প্রতি এই চাঁদার পরিমান বাড়িয়ে ৮০ টাকা করা হয় । এ ছাড়া শিমুলতলী বাসষ্ট্যান্ডে প্রতিদিন প্রত্যেক গাড়ি থেকে ৪০ টাকা করেও চাঁদা আদায় হত। এখন এই অঙ্ক বাড়িয়ে ৬০ টাকা করা হয়। একই রুটের দুই স্থানে অতিরিক্ত চাাঁদা নেয়ার প্রতিবাদে চালকেরা বুধবার সকাল থেকে অটোরিক্সা বন্ধ করে বিক্ষোভ করতে থাকে। পুলিশের নাম ভাঙ্গিয়ে ওই চাাঁদা আদায় হয় বলে শ্রমিকদের অভিযোগ।
বিক্ষোভে বক্তব্য রাখেন অটোরিক্সা চালক মোঃ মামুন, বাবু মিয়া, শফিকুল ইসলাম, আবুল হাসান প্রমূখ। বিক্ষোভ চলাকালে শ্রমিকদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের প্রভাবশালী নেতা ও জাতীয় মানবাধিকার কাউন্সিল গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক আলহাজ এ বি এম নাসির উদ্দিন নাসির।
বেলা সোয়া ১টায় নাসির উদ্দিন নাসির জানান, অতিরক্তি চাঁদা বন্ধে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। এখন থেকে আর অতিরিক্ত চাঁদা আদায় করবে না মর্মে মালিক পক্ষ নিশ্চিত করায় অটোরিক্সা ধর্মঘট প্রহ্যাতার হয়ে গেছে। এই রিপোর্ট লেখার সময় জয়দেবপুর-শিমুলতলী রুটে অটোরিক্সা যাতায়াত শুরু হয়েছে।