রংপুরে শহরের অর্থনীতির তুলনায় গ্রামীণ অর্থনীতি চাঙ্গা

Slider রংপুর

ronjit-photo-1-02-01-17

রংপুর: রংপুরে ‘অর্থনৈতিক শুমারি ২০১৩ এর জেলা রিপোর্ট প্রকাশনা সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বলা হয়, বিগত ১০ বছরে গ্রামীণ অর্থনীতি বেশ চাঙ্গা হয়েছে। এ সময়ে গ্রাম এলাকায় শহরের তুলনায় অর্থনৈতিক কর্মকান্ড ২.১ শতাংশ বেড়েছে। শুমারি প্রতিবেদনে রংপুর জেলার কৃষিবর্হিভূত সকল অর্থনৈতিক কর্মকান্ডের তথ্য তুলে ধরা হয়।

শহরের অর্থনীতির তুলনায় গ্রামীণ অর্থনীতি ক্রমেই চাঙ্গা হচ্ছে। এর পেছনে রয়েছে খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকান্ডের দ্রুত বিকাশ। ২০০৩ সালের শুমারি অনুযায়ী শহরে ২৪.৯ শতাংশ প্রতিষ্ঠানে অর্থনৈতিক কর্মকান্ড চলত, গ্রামে চলত ৭৫.১ শতাংশ প্রতিষ্ঠানে। ১০ বছর পরে গ্রাম ও শহর সবখানেই অর্থনৈতিক প্রতিষ্ঠান বেড়েছে। তবে গ্রামের চেয়ে শহরের বৃদ্ধির হার কম। ২০১৩ সালের শুমারি অনুযায়ী গ্রামে অর্থনৈতিক প্রতিষ্ঠান ৭৭.২১ শতাংশ এবং শহরে ২২.৭৯ শতাংশ। জেলায় ২০১৩ সালে খানা ও প্রতিষ্ঠান মিলে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা হল ১ লাখ ৮৩ হাজার ১’শ ৫৩টি। যেখানে মোট ৫ লাখ ১১ হাজার ৫’শ ৮০ জন জনবল কর্মরত রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও অতিরিক্ত সচিব মিনু শীল। রংপুর বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক নাসির উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার। অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা পর্যায়ে কর্মকর্তা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও সরকারী কলেজের অধ্যাপক, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *