ঢাকা; চলতি বছর অনিরাপদ কর্মক্ষেত্রের কারণে বিভিন্ন খাতে ১২৪০ শ্রমিক নিহত হয়েছে। বাংলাদেশ অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট (ওশি) ফাউন্ডেশনের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।
আজ শুক্রবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে জরিপের এ তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে কর্মক্ষেত্রে নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশ শ্রম আইনের বাস্তবায়নে নজরদারি বাড়ানোর পাশাপাশি শিল্পমালিকদের নিরাপত্তা নীতিমালার বিষয়ে সচেতন করার মতো কিছু সুপারিশ করে ওশি। ওশি ফাউন্ডেশনের চেয়ারপারসন সাকি রেজওয়ানা বলেন, বিদায়ী বছরে কর্মক্ষেত্রে নিহত শ্রমিকদের মধ্যে ৩৫৯ জন প্রাতিষ্ঠানিক ও ৮৮১ জন অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করতেন। গত বছরের তুলনায় শ্রমিক নিহতের সংখ্যা বেড়েছে ২৮৯। এছাড়া চলতি বছরে আহত হয়েছেন ৫৪৪ জন শ্রমিক।