ফেল করায় দুই স্কুলছাত্রীর আত্মহত্যা

Slider সারাদেশ

las_dhakatimes_120809-300x169

 

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি; শ্রীনগরে জেএসসি পরীক্ষায় ফেল করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক ছাত্রী।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাশাখোলা গ্রামের ভ্যান চালক আঃ বাসেরের মেয়ে আসমা আক্তার পরীক্ষায় ফেল করার খবর শুনে গলায় ফাঁস দেয়। তাকে মুুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। আসমা এবছর মজিদপুর দয়হাটা কেসি ইনস্টিটিউশন থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। অভাবের সংসারে দরিদ্র পিতার কষ্টার্জিত অর্থে লেখাপড়া করে পাস না করার বিষয়টি আসমা গ্রহণ করতে পারেনি। পুুলিশ হাসপাতালে এসে লাশটি তাদের হেফাজতে নিয়েছে।
এদিকে মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি জানান, যাত্রাপুর একে উচ্চ বিদ্যালয়ের অন্তরা  দেবনাথ (১৩) সপ্তম শ্রেণীর ছাত্রী বার্ষিক পরীক্ষায়  ফেল করায় ওড়না গলায় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্কুল, পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, বৃগস্পতিবার দুপুরে ওই ছাত্রী স্কুলে যায় তার পরীক্ষার ফলাফল জানার জন্য। এসময় তার বাবা সংকর দেবনাথ ও মা সম্পা রানী দেব নাথ যাত্রাপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের একটি কীর্তনে অবস্থান করছিলেন। এতে খালি ঘর পেয়ে পশ্চিম বিটি একটি দুচালা ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। তাকে দ্রুত দেবিদ্ধার উপজেলা সরকারী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মেয়েটিকে মৃত্যু ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *