এস. এম. মনিরুজ্জামান মিলন, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ চলতি আমন মৌসুমে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় সরকারি ভাবে চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলবেলা এই সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সম্মানিত সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুর ইসলাম, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন রানা, উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, পৌর মেয়র কশিরুল আলমসহ আরও অনেকে।
এবছর সরকার নির্ধারিত দামে (৩৩ টাকা কেজি দরে) পীরগঞ্জ উপজেলায় ২ হাজার ৩৭৫ মেট্রিক টন চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তাবৃন্দ।