রংপুর ডেস্কঃ নির্বাচন কমিশন (ইসি) গঠন করার ব্যাপারে একটা আইন করা দরকার উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘যদিও এ সংক্রান্ত আইন বাংলাদেশ, এমনকি ভারতেও নেই।’ রংপুর সার্কিট হাউজ মিলনায়তনে শনিবার দুপুরে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এরশাদ বলেন, ‘ইসি গঠনের ক্ষেত্রে আইনটা করা গেলে নির্বাচন কমিশনারেরা তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারবেন। তবে আইনটা করা হবে কিনা জানি না। আশা করি আইন প্রণয়ন করে একটা স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হবে।’
তিনি বলেন, ‘আমরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনারদের নামের তালিকা প্রদান করবো। আশা করবো একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হবে।’ দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়ে এরশাদ বলেন, ‘আগামী ১ জানুয়ারী জাতীয় পার্টির প্রতীষ্ঠা বার্ষিকী। ওই দিন ঢাকায় লাখো মানুষের সমাবেশ ঘটিয়ে প্রমাণ করতে হবে জাতীয় পার্টি যেমন সংসদেও আছে তেমনি রাজপথেও আছে।’
এ সময় তিনি রংপুর থেকে হাজারও নেতাকর্মী সমাবেশে যোগদান করবে বলে আশা প্রকাশ করেন। এর আগে দুপুরে এরশাদ রংপুর সার্কিট হাউসে পৌছলে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাসহ জেলা ও মহানগর জাপার নেতারা এ সময় উপস্থিত ছিলেন।