এম এ কাহার বকুল; লালমনিরহাট প্রতিনিধিঃ, আজ ১৬ ডিসেম্বর সারা বাংলাদেশের ন্যায় লালমনিরহাট জেলায় মহান বিজয় দিবসে পলিত হয়।
দিবসটি পালনে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, অঙ্গ সংগঠন, পেশাজীবী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, রেলওয়ে বিভাগ পৃথক পৃথক কর্মসূচী গ্রহন করে। মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাত ১২.০১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা, তোপধ্বনির পর শহীদদের স্মরণে শহীদ মিনারে পূষ্পস্তবক অর্পণ। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন।
সকাল ৯ টায় শেখ কামাল স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কূচকওয়াজ ও শিশু কিশোরদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক ডিসপ্লে প্রদর্শন। সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হতে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে (পুরাতন) শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন জেলা সংসদ সদস্য এ্যাড. সফুরা বেগম রুমি এমপি, জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. মতিয়ার রহমানসহ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারী কর্মকর্তা, কর্মচারিসহ সর্বস্থরের মানুষ অংশগ্রহন করেন।