মনকাব্য …রাফেজা ইমরোজ

Slider সাহিত্য ও সাংস্কৃতি

15554741_1830885720504054_1336642057_n

 

 

 

 

 

 

 

 

মনকাব্য

…রাফেজা ইমরোজ

প্রথম ভুলকে ধৌত কর

বিবেকের জল দিয়ে

দ্বিতীয় ভুল আসবেনা জীবনে….

প্রথম অন্যায়কে ধৌত কর

তওবার জল ঢেলে

দ্বিতীয় অন্যায় থেকে ফেরাবে তোমায়

স্বয়ং সৃষ্টিকর্তা…

সাদা কাপড়ের একটি দাগ

দূর করার চেষ্টা যতটা আমরা করি

হাজারটা দাগ দূর করার

ততটা ইচ্ছেশক্তি কাজ করেনা কখনই…

দ্বিতীয় দাগ লাগার পূর্বেই

প্রথম দাগটি মুছে ফেলতে হবে চিরতরে….

ভুল, অন্যায়, গুনাহ আমাদের হবেই

কারন আমরা মানুষ

আমাদের মন এসব দ্বারা কলুষিত হওয়ার আগেই

মনকে ধুয়ে প্রভুর কাছে ক্ষমা চেয়ে

অন্তরে জমা মরিচা দূর করতে হবে.

… ……একমাত্র সৃষ্টিকর্তা যিনি ধৈর্য ধারনকারীকে

নিরাশ করেননা কখনও .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *