“ভেজাল““
— মোঃ নূরুজ্জামান ওরফে শাহ্ জামান-
কি খাব ভাই খাবার কিছুই নাই
বাংলাদেশের সব খাদ্যে ভেজাল দেখতে পাই।
বিশুদ্ধ পানি বোতলে ভরে বিক্রি করে
বাজারে পান করে ডায়রিয়ায় পড়ে
বিশুদ্ধ রইল কাই।
চাল দিয়া বস্তা ভরে পঞ্চাশ কেজি হিসাব ধরে
ওজনে তার কমতি পড়ে বলার কিছু নাই।
মাছের মাথায় রং মাখাইয়া বিক্রি করে
তাজা কইয়া বউ উঠে রাগ করিয়া
পচাঁ মাছের গন্ধ পাইয়া।
আহাম্মক হইয়া রই চাহিয়া বলি
— পাইছে আমার ঠগের গুসাই
রোগী হয়ে যায় ডাক্তারে ঔষধ দেয়
ভেজাল ভরে ঔষধ খাইয়া রোগী মরে,
দেখার কেহ নাই।