||”গহণে বাসর…”|| ————আহমেদ সাইমুম

Slider সাহিত্য ও সাংস্কৃতি

15403283_1715332392118220_1416687585_n

 

 

 

 

 

 

||”গহণে বাসর…”||

————আহমেদ সাইমুম

– রাত নিঝুম হয়,অবশ-অচল স্রোতে

ভাটার মরণ গানে নদীর সজীবপ্রাণ,

থামায় কুহক সুর রাত্রি শেষে

জেগে উঠে দিবসের যবে জয়গান।

বিবশ নিশির পথে ঘরহারা পথিকপ্রাণ

নিরব-নিথর হয়ে স্বপনের পথধরে হাঁটে,

জলেভরা তরী তাঁর নোঙ্গর ফেলে

যদি দেখা মিলে তাঁর অচেনা এই ঘাঁটে।

। পোহায় রাত্রি সব,

দিবাকর হয় অকৃপণ সৃষ্টির

বীর্যবানে বুনে দেয় অযুত ফসল,

খোলস ছাড়ায়ে ফেলে নিত্যনিশি

তবু গ্লানি ঘোলাজলে থাকে যোদ্ধা অচল।

। রাত্রিরা হয় যৌবনা

বেআব্রু আলোয় বেশরম জ্যোৎস্না রা

উদুম করে বক্ষ দুয়ার,

লোলুপ প্রভাতবেলা কাছে ডাকে তাঁরে

গহণে বাসর রচে দিন দিবাকর।

। ১১/১২/২০১৬ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *