রংপুর ডেস্কঃ বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) রংপুর জেলা শাখার আয়োজনে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় কাচারি বাজারে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) রংপুর জেলার আহ্বানে এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের ৮ম পে-কমিশনের আলোকে বার্ষিক প্রবৃদ্ধি (ইনক্রিমেন্ট) প্রদান, বাংলা নববর্ষের উৎসব ভাতা ও বার্ষিক পূর্ণাঙ্গ উৎসব ভাতা, নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এমপিওভূক্তি, বিক্ষিপ্ত জাতীয়করণ নয়-শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের সৃনির্দিষ্ট নীতিমালা, অবসর তহবিল ও কল্যাণ ট্রাষ্ট-এর টাকা দৃততার সাথে প্রদানের ব্যবস্থা, সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে কুখ্যাত অনুপাত প্রথা বাতিল করে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতির ব্যবস্থা করার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো: আব্দুল ওয়াহেদ মিঞার সভাপতিত্বে ও অধ্যক্ষ রেজাউল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) সাধারণ সম্পাদক অধ্যাপক রওশানুল কাওছার সংগ্রাম, অধ্যক্ষ জাহানারা বেগম উপাধ্যাক্ষ্য মো: মমিনুল ইসলাম মামুন, অধ্যাপক কাফি সরকার, অধ্যাপক ড. হুমায়ুন কবির, অধ্যাপক সাদিকুজ্জামান, অধ্যাপক আরিফুর জামান সোহেল, অধ্যাপক মোফাখারুল প্রধান আজাদ।
সভা শেষে দাবিসমূহ আদায়ের লক্ষে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করে।