কালিয়াকৈরে বাস-ট্রাক ত্রিমুখি সংঘষ নিহত-১, আহত-২৫

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

76297_Road Accident Logo

স্টাফকরেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪র.কম
গাজীপুর অফিস : কালিয়াকৈর-নবীনগর সড়কে বাস-ট্রাক ত্রিমুখোমুখি সংঘষে হয়েছে। এতে একজন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। হতহতরা টাঙ্গাইল জেলার নাগরিক।

কালিয়াকৈর হাসপাতালে চিকিৎসাধীন কয়েকে জনের নাম জানা গেছে। আহতরা হলেন, কামাল হোসেন(২৫), আনোয়ার হোসেন(২৩), রফিকুল ইসলাম(৪০), লিয়াকত হোসেন(৪০), রোজিনা আক্তার(৪০), বউটি দত্ত(২৬), রাবেয়া বেগম(৪৬), সাকিল মিয়া(২৫), জোথি আক্তার(২৪), শাহজাহান মিয়া(২৮) ও জামাল হোসেন(৩৫)। তাদের বাড়ি টাঙ্গাইল জেলায়।
বুধবার বেলা দেড়টায় কালিয়াকৈর-নবীনগর সড়কের বাড়ৈপাড়া নামক স্থানে ওই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদশীরা জানান, কালিয়াকৈর-নবীনগর সড়কের বাড়ৈপাড়া উইনার সিএনজি পাম্পের পাশে ওই ঘটনা ঘটে। টাঙ্গাইল থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি যাত্রী বাহী বাস নং ঢাকা মেট্রো-ব-১১-১০৭০ এর সঙ্গে উত্তরবঙ্গগামী একতা পরিবহেনর যাত্রীবাহী বাস নং ঢাকা মেট্রো-ব-১৪-৪৯৬৮ মুখোমুখি সংঘষ হয়। উত্তরবঙ্গগামী একতা পরিবহেনর বাস ও  একটি খালি পিকআপ নং ঢাকা মেট্রো-ন-১১-৭২১৬  এর মধ্যে প্রতিযোগিতা লেগে যাওয়ায় বিপরীত দিক থেকে আসা বিনিময় পরিবহনের বাসের সঙ্গে সংঘষ হয়। এতে তিনটি গাড়িই রাস্তার পাশে পড়ে যায়।একটি বাসা পাম্পের পোশে একটি দেকোনে ঢুকে যায়।

সংঘষেও ঘটনায় কমপক্ষে ২৬ জন আহত হয়েছেন। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ এবং ফায়ার সাভিস কমীর্রা হতাহতদের কালিয়াকৈর উপজেলা হাসপাতালে নিয়ে যায়।

গাজীপুর ফায়ার সাভিসের উপ-সহকারী পরিচালক(ডিএডি) আক্তারুজ্জামান লিটন একজন নিহতের খবর নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *