গণিকা ভদ্রাশ্রয়ী …
———— আহমেদ সাইমুম
গণিকারা আজ বড়বেশী ভদ্রাশ্রয়ী,
চকিত চাহনী আর ফাঁপা প্রেমরাগে,
পোড়ামাটি-সিরামিকের ভদ্রপল্লীতে
গেড়েছে বসত বিলাস ভূষণ-বেশে
নটরঙ্গিণী,সুখ খোঁজে ভোগে।
শিক্ষার দৌঁড়ে ওরা বহুপথ
হেঁটে শিখেছে বাংলিশ,
ক্যাটওয়াক আর নিষিদ্ধ গমন,
চাতুর্যের ষোলকলায় পূর্ণ মগজ ওদের
ভাবের রাজ্যে পেতেছে শিখন্ডি শয়ন ।
বয়ানখানাও বেশ মোলায়েম সুরে
বিষমাখা পয়জন দেয় মুখে পুরে,
ক্ষণিকের মোহ-মায়া,
ছেনালীর যাদুপনা দেয় গিলিয়ে
ওরা চোয়ালটা ধরে।।
রপ্ত করেছে তাও,
নাগরের হৃদখানা কেমনে লভে
ছলনার সূঁতো দিয়ে বাঁধিয়া রাখিবে
তাঁরে তার প্রেমনীড়ে,
মহর-গিনি সব কেড়ে নিবে তার
ছুড়ে দিবে পথে ঘাটে ফতুর করে।
তের নদী সাতঘাট সেঁধে,
প্রেমজালে বেঁধে চায়নাতো হতে
কেউ আরাধ্য মমতাজ,
গড়বে মহল তাঁর প্রেমিকপ্রবর
স্মৃতিতে অমর করে হয়ে উঠে সব
যেন নগদ নকরী,
ছলনারদেবী শাহনাজ।
ঈশ্বর থাকে যেথা কুবের ভাবে
সেথায় নাগর লয়ে বসত গড়ে,
নগদ নর্তকিপ্রাণ নাগর নাচিয়ে বেড়ায়
গণিকার প্রেমে শুধু কাপুরুষই মরে।
। নিশীথিনী-১:১৪টা, ১০/১২/২০১৬ইং।