কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শব্দ দূষণ

Slider গ্রাম বাংলা জাতীয় সারাদেশ

1422382_320133804829265_6664489483134918260_n
উপজেলা করেসপন্ডেন্ট
কাপাসিয়া(গাজীপুর): ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আন্ত:জেলা মহসড়কের কাপাসিয়া ফকির মজনু শাহ সেতুর পূর্ব পার্শ্বে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সতর্কতা মূলক নির্দেশনা না থাকায় রোগ যন্ত্রণায় কাতর অসুস্থরা মারাত্বক শব্দ দূষণের স্বীকার হচ্ছে।

বুধবার সকালে হাসপাতালে টাইফয়েড জ্বরে রোগাক্রান্ত ৩০৩ নম্বর কেভিনে ভর্তি শুক্কর আলীর ছেলে আইন উদ্দিন (৪০) জানান, ভতির্র পর থেকে  কয়েকদিন হাসপাতালে ঘুমানোর কোন সুযোগ হয়নি। হাসাপাতালের সামনে এসে বাস গুলো এমন ভাবে হর্ণ দেয় তাতে গভীর রাতেও ঘুমাবার চেষ্টা করলে বার বার ঘুম ভেঙে যায়।

ভূক্তভোগীরা বলছেন, আরোগ্য লাভের জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পর অসুস্থতা বেশী হওয়ার আশংকা বিরাজ করছে। হাসপতালে শব্দ দূষনের কারণে কখনো কখনো রোগীকে করুন পরিণতির দিকে ধাবিত হতে হচ্ছে।

এ ব্যাপারে কাপাসিয়া উপজেলা কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার কাজী ইউসুফের সাথে মোবাইলে যোগাগোগ করলে ব্যস্ত বলে পরে ফোন করার অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *