এবার জালিয়াতি করে জবির ডি ইউনিটে মেধা তালিকায় প্রথম!

Slider শিক্ষা

43733_jnu

 

ঢাকা; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে মেধা তালিকায় প্রথম হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই শিক্ষার্থীর নাম সামছুল ইসলাম। তিনি ‘ডি’ ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন। তাকে পুনরায় যাচাই বাছাই করার দাবি উঠেছে। গত ২৮শে অক্টোবর ৫৯০টি আসনের বিপরীতে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে মানবিক শাখার জন্য ৩৬০টি, বিজ্ঞান শাখার জন্য ১৪৪টি এবং বাণিজ্য ও অন্যান্য শাখার জন্য ৮৬টি আসন রয়েছে। এই পরীক্ষায় ব্যাপকভাবে জালিয়াতির অভিযোগ ওঠে। এ অভিযোগে ৫ জনকে আটকও করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে তাদেরকে সুত্রাপুর থানায় সোপর্দ করা হয়। সুত্র জানায়, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে ধানমন্ডি সরকারি উচ্চ বালক বিদ্যালয় কেন্দ্রে ৩১৪ নম্বর কক্ষে পরীক্ষা দেন সামছুল ইসলাম। ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ৮৫ দশমিক ১৪ পেয়ে বাণিজ্য শাখার ৮৬টি আসনের মধ্যে প্রথম স্থান অধিকার করেন তিনি। গত ২৭শে নভেম্বর থেকে ২৯শে নভেম্বর ভর্তির তারিখ থাকলেও তিনি ভর্তি হতে আসেননি। পরে ভর্তি হওয়ার চেষ্টা করেন। এতে ভর্তি হতে না পেরে ১লা ডিসেম্বর অসুস্থতার কারণ দেখিয়ে ভর্তির সুযোগ চেয়ে ভিসি বরাবর আবেদন করেন ওই শিক্ষার্থী। যদিও ওই নির্দিষ্ট তারিখের পর ভর্তির সুযোগ নেই বলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতেই জানানো হয়েছিল। ওই শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ হলো, বাণিজ্য বিভাগের শিক্ষার্থী হয়েও বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে পাশ করতে পারেননি। এছাড়া ঢাবিসহ কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাশ করতে পারেনি তিনি। তিনি কিভাবে ‘ডি’ ইউনিটের বাণিজ্য বিভাগের ৮৬টি আসনের মধ্যে প্রথম স্থান অধিকার করলেন। এ নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ভিসি জানিয়েছেন, ভর্তি হওয়ার সুযোগ চেয়েছেন ওই শিক্ষার্থী। নিয়ম অনুযায়ী পরে ভর্তির সুযোগ নেই। ওই শিক্ষার্থীকে সন্দেহভাজন হিসেবে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির প্রধানের কাছে তদন্ত করতে পাঠিয়েছি। বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *