ঠাকুরগাঁওয়ে জাতীয় আদিবাসী পরিষদের সংহতি সমাবেশ ও মোমবাতি প্রজ্জলন

Slider বাংলার মুখোমুখি

full_1870959769_148081487235

এস. এম. মনিরুজ্জামান মিলন, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঘটনায় নিহত শহীদের স্বরণে ঠাকুরগাঁওয়ে জাতীয় আদিবাসী পরিষদের সংহতি সমাবেশ ও মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও শাখার আয়োজনে এই সংহতি সমাবেশ ও মোমবাতি প্রজ্জলন হয়।

জাতীয় আদিবাসী পরিষদের জেলা সভাপতি সূর্য মুর্মুর সভাপতিত্বে সংহতি সমাবেশ ও মোমবাতি প্রজ্জলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক জ্যাকব খালকো, আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি বিষুরা মুর্মু, ওয়াকার্স পার্টির নেতা এ্যাডভোকেট ইমরান চৌধুরীসহ আরও অনেকে।

এসময় বক্তারা আদিবাসীদের উপর বর্বর হামলা, হত্যা, নির্যাতন, লুটপাট, হয়রানি বন্ধ করে অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি করেন এবং বাপ-দাদার সম্পত্তি ফেরত দেওয়ার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য যে, আদিবাসীদের সংহতি সমাবেশ ও মোমবাতি প্রজ্জলনে ঠাকুরগাঁও জেলার সাংস্কৃতিককর্মী, সাংবাদিক সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ একাত্মতা প্রকাশ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *