রাজশাহী; উত্তরের ১৬ জেলায় অনির্দিষ্টকালের ট্রাক-লরি ধর্মঘট স্থগিত করা হয়েছে আজ সন্ধ্যায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয়া হয়।
উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক আব্দুল মান্নান আকন বলেন, তাদের সাত দফা দাবি মেনে নেয়ার আশ্বাসে ধর্মঘট স্থাগিত করা হয়েছে। তবে দাবি মানার আশ্বাস বাস্তবায়ন না হলে পরবর্তিতে আবার ধর্মঘট শুরু হবে। কতদিনের জন্য ধর্মঘট স্থগিত করা হয়েছে তা তিনি না বললেও বৈঠকে আগামী ১/২ মাসের মধ্যে তাদের দাবি পূরণের আশ্বাস দেয়া হয়। সন্ধ্যার পর থেকে পরিবহনগুলো চালানোর জন্য গণমাধ্যমকর্মীদের মাধ্যমে আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, পুলিশি হয়রানি বন্ধসহ সাত দফা দাবিতে রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলায় বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।