কবির বকুল ও পিএ কাজলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Slider বিনোদন ও মিডিয়া

42754_thumbs_kobir

 

ঢাকা; গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে গীতিকার কবির বকুল ও চলচ্চিত্র নির্মাতা পিএ কাজলের বিরুদ্ধে। গান নিয়ে প্রতারণার মামলায় তাদের দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সুনামগঞ্জের একটি আদালত। সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শহীদুল আমিন আজ সকালে এ পরোয়ানা জারি করেন। বাদীপক্ষে আইনজীবী কামাল হোসেন শুনানিতে অংশ নেন। এদিকে গত ১৩ই এপ্রিল গীতিকার বাউল জবান আলী সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। আদালত সূত্রে জানা যায়, বাউল জবান আলী রচয়িত ‘প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে’ গানটি জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ তার ‘রোদেলা দুপুর’ অ্যালবামে গেয়েছিলেন। তার এই গানটি চলচ্চিত্র পরিচালক পিএ কাজল তার পরিচালিত ‘পিরীতের আগুন জ্বলে দ্বিগুণ’ সিনেমায় ব্যবহার করেন। জবান আলীর অনুমতি না নিয়ে গীতিকার কবির বকুল গানটির অনেক শব্দ পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দিয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়। এর আগে গত ২৮শে সেপ্টেম্বর জেলা শিল্পকলা একাডেমি তদন্ত প্রতিবেদন দাখিল করলে এই দুজনের বিরুদ্ধে সমন জারি করেছিলেন সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেলোয়ার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *