পাপপুন্যের রোজনামচা
—মৌসুমী টিকলি
পৃথিবীটা কি ছোট হয়ে আসছে?
মানুষে মানুষে দুরত্ব যেন আজ একেবারেই কম,
সৌন্দর্যমন্ডিত চাঁদ যেন এগিয়ে এসেছে অনেক কাছে,
সুর্য্যের ঝলমলে কিরণ বুঝি আবছা থেকে আবছা তর?
মনের দিগন্তের সীমারেখা আজ কোথায়?
রোজকার দিনলিপিতে ভুল শুদ্ধের কাটাকুটি,
হিসাবের খাতার উদ্ধৃত্ত কদাচিৎ মিলে যায়,
দাঁড়িপাল্লা আজকাল আর দেখা যায় না।
ওজনের মাপকে রয়েছে অসংখ্য অসংগতি;
মানুষে মানুষে বিভেদ প্রভেদ আজ স্পষ্ট
এই ছোট পৃ্থিবীতে ঠাই মেলে কি সকলের?
বিশাল চাঁদের বুকে অজস্র কলংক আজ প্রতিভাত;
আজকাল সকলেই যেন অসুর্য্যস্পর্শা!
পাপপুন্যের দেয়ালের রঙ চেনা দায়।
মনুষ্যত্য আজ সিকির দরে বিকোয়,
ভাবনার প্রভেদ মানুষে মানুষে
নায়কের মুখেই যেন খলের হাসি।
আজ বড়ই প্রয়োজন এ
কটি বৃহদাকার সুর্য্যের,
যার কিরণে পরিশুদ্ধ হবে সকলের হৃদয়
অগ্নিস্নানের সময় এসেছে আজ
গ্লানিমুক্ত,শংকাবিহীন নিরুপদ্রব একটি পৃথিবীর জন্য প্রয়োজন
একটি ঝলমলে সুর্য্যর;
ঘুচে যাক, মুছে যাক আজ
এই পাপপুন্যের রোজনামচা।
৩০/১১/২০১৬