আমি বাংলার” —->
এহসানুর রহমান আক্তাবুর
ঝিলের জলে শাপলা দোলে নদীর বুকে ঢেউ,
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো কেউ।
ফুলে ফলে ভরা সবুজে ঘেরা আমার এদেশ ভাই,
মমতার বাঁধন সবে সবার আপন এমনটি কোথাও নাই।
গাছের শাখে পাখিরা ডাকে কতো মনোহর সুরে,
ক্লান্ত পথিক বৃক্ষ ছায়ে ঠিক জিরোয় প্রাণটি জুড়ে!
বাঁশির সুর কী যে সুমধুর রাখাল বাজায় বসি বটমূলে,
কলসি কাঁখে যায় নদীর বাঁকে কূলবধূ হেলেদুলে।
মাঠে খায় দোল সোনালী ফসল কৃষকের বুকে খেলে সুখ,
কিষাণীর চোখে নিত্য স্বপন আঁকে আনন্দে নাচে তার বুক।
কিশোরী খেলে বেনীটা খোলে কানামাছি গোল্লাছুট,
কতো আকুতি কতোযে প্রীতি সবে মিলে করে লুট।
নীলাভ আকাশ সুশীতল বাতাস এখানে সব প্রীতিময়,
প্রতিবেশী মিলেমিশি উল্লাস বেঁটে নেয় সমীহ অতিশয়।
প্রকৃতির অনুকূল দুর্যোগে প্রতিকূল বাংলা সোনার দেশ,
ভালোবেসে খেলে হেসে মালিকের মহিমায় আছি সবে বেশ।
বাংলা আমার চোখের জ্যোতি বাংলা আমার প্রাণ,
বাংলা আমার মায়ের সম্ভ্রম বাংলা বাবার মান।
বাংলা আমার ভাইয়ের রক্তে রঞ্জিত লাল মুখ,
বাংলা আমার বোনের হনন কান্নায় ভেজা বুক।
বাংলা আমার জীবন মরণ বাংলায় হাসি কাঁদি,
বাংলাতেই দুঃখ বিতারিত করি বাংলাতেই সুখ বাঁধি।
বাংলাই আমার স্বপ্ন কল্প বাংলাই বুকের বল,
বাংলাতেই চিত্কার করি বাংলাতেই কোলাহল।
বাংলায় আমার কবিতা লেখা বাংলায় গাই গান,
বাংলা আমার আমি বাংলার বাংলাই আমার প্রাণ॥