গ্রাম বাংলা ডেস্ক: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ,সাতক্ষীরা ও গাজীপুরের শ্রীপুর উপজেলায় সড়ক দূঘর্টনায় কমপক্ষে ৩৫ জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
বাসের আহত যাত্রীরা জানান, সোমবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে নাটোর থেকে ঢাকাগামী কেয়া পরিবহনের একটি বাসের সাথে অপর একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের এই ঘটনা ঘটে।
দুর্ঘটনায় দুটি বাসের সবাই আহত হয়েছেন বলে জানান তারা।
এদিকে আমাদের শ্রীপুর ব্যুারো চীফ শারমিন সরকার জানান, রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়কের রাজাবাড়ি নামক স্থানে বালি ভর্তি ট্রাকের সঙ্গে হোন্ডার মুখোমুখি সংঘর্ষে দুই জন ঘটনাস্থলে নিহত ও ৫জন আহত হয়েছেন। হতাহতদের নাম জানা যায়নি।
সোমবার বিকাল পৌনে ৪টায় সড়কের রাজবাড়ি হাই স্কুলের সামনে ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজন্দ্রেপুরগামী বালি ভর্তি ট্রাকের সঙ্গে কাপাসিয়াগামী হোন্ডার মুখিমুখি সংঘর্ষ হয়। এতে তিন আরোহী নিয়ে হোন্ডা ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এসময় ট্রাকের উপরে থাকা চার জন শ্রমিক ছিটকে নীচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই জন নিহত ও ৫জন আহত হয়।
শ্রীপুর উপজেলার নারী ভাইস-চেয়ারম্যান শেখ ফরিদা জাহান স্বপ্না হতাহতদের সংবাদ নিশ্চিত করেছেন।
বিস্তারিত আসছে …
সাতক্ষীরার আশাশুনি উপজেলার ধর্মতলা মোড়ে শ্যালো ইঞ্জিন চালিত নসিমন উল্টে রিপন হোসেন (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
সোমবার দুপুর ১২টার দিকে বুধহাটা-মৈশাডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন হোসেন উপজেলার মহাজনপুর গ্রামের ছিয়ামুদ্দীন আলীর ছেলে।