শ্রীপুরে চোলাই মদ সহ ৫জন আটক

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

IMG_20140922_100512

স্টাফ করেসপন্ডেন্ট
ব্যুারো অফিস
গ্রাম বাংলা নিউজ২৪.কম
শ্রীপুর: চোলাই মদ তৈরী করে প্লাস্টিকের ড্রামে লুকিয়ে রাখার একটি বিশাল এলাকায় মদের কারখানা আবিস্কার করেছে পুলিশ। এসময় ২৩টি ড্রামে ৪হাজার লিটার মদ সহ আটক হয়েছেন ৫ জন।

সোমবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামে অভিযান চালিয়ে পুলিশ ওই কারখানা আবিস্কার করে। এসময় ২৩ টি ড্রামে ভর্তি ৪ হাজার লিটার চোলাইদ মদ উদ্ধার করে।

আটককৃতরা হলেন, কারখানার ইনচার্জ রানী বেগম(২৬), মাদক ব্যবসায়ী নিতু বর্মন(৩০), রফিকুল ইসলাম(২৮), গোপাল চন্দ্র বর্মন(৬০) ও কাঞ্চন মালা রারী(২৩)। এদের মধ্যে নিতু বর্মনের বাড়ি পাশবর্তি কাপাসিয়া থানার বীরউজুলী গ্রামে। বাকীরা স্থানীয় সোনাব গ্রামের বাসিন্দা।

শ্রীপুর থানার পরিদর্শক(তদন্ত)আবুল কাশেম পিপিএম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *