স্টাফ করেসপন্ডেন্ট
ব্যুারো অফিস
গ্রাম বাংলা নিউজ২৪.কম
শ্রীপুর: চোলাই মদ তৈরী করে প্লাস্টিকের ড্রামে লুকিয়ে রাখার একটি বিশাল এলাকায় মদের কারখানা আবিস্কার করেছে পুলিশ। এসময় ২৩টি ড্রামে ৪হাজার লিটার মদ সহ আটক হয়েছেন ৫ জন।
সোমবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামে অভিযান চালিয়ে পুলিশ ওই কারখানা আবিস্কার করে। এসময় ২৩ টি ড্রামে ভর্তি ৪ হাজার লিটার চোলাইদ মদ উদ্ধার করে।
আটককৃতরা হলেন, কারখানার ইনচার্জ রানী বেগম(২৬), মাদক ব্যবসায়ী নিতু বর্মন(৩০), রফিকুল ইসলাম(২৮), গোপাল চন্দ্র বর্মন(৬০) ও কাঞ্চন মালা রারী(২৩)। এদের মধ্যে নিতু বর্মনের বাড়ি পাশবর্তি কাপাসিয়া থানার বীরউজুলী গ্রামে। বাকীরা স্থানীয় সোনাব গ্রামের বাসিন্দা।
শ্রীপুর থানার পরিদর্শক(তদন্ত)আবুল কাশেম পিপিএম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।