আমি ভালো আছি: খাদিজা

Slider নারী ও শিশু সিলেট

42001_natr

 

ঢাকা;  সিলেটে ছাত্রলীগ নেতার চাপাতির আঘাতে আহত খাদিজা আক্তার নার্গিস গণমাধ্যমের সামনে এসেছেন। আজ শনিবার দুপুর সোয়া বারোটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে গণমাধ্যমের সামনে বলেন, আমি ভালো আছি, সুস্থ আছি।
আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি পুরোপুরি সুস্থ হতে পারি। নার্গিস আরও বলেন, আমি স্কয়ার হাসপাতালকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই গণমাধ্যমকর্মী ভাই-বোনদের। আমি দেশবাসীকেও ধন্যবাদ জানাই। এর আগে হাসপাতালে নার্গিসের প্রধান চিকিৎসক নিওরো সার্জারির অ্যাসোসিয়েট কন্সালট্যান্ট ডা. এ এম রেজাউস সাত্তার নার্গিসকে নিয়ে গণমাধ্যমের সামনে উপস্থিত হন। পরে স্কয়ার হাসপাতালের মেডিক্যাল সার্ভিসেস বিভাগের পরিচালক ডা. মির্জা নাজিমউদ্দিন সাংবাদিকদের বলেন, আপনার সবাই জানেন এমসি কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে নৃশংসতার শিকার হতে হয়। সিলেটে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। তখন নার্গিসের যে অবস্থা তাতে তার বাঁচার সম্ভবনা ছিলো খুবই ক্ষীণ, শতকরা মাত্র ৫ শতাংশ। তারপর এখানে আমরা তার সার্জারি করি। তাকে আইসিইউতে রাখা হয়। তার দুই হাতেই অস্ত্রোপচার করা হয়। এখন তাকে সাভারের সিআরপিতে স্থানান্তর করা হবে। কারণ তার ফিজিওথেরাপি দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *