স্মৃতিময় মেঘনা
——— তাজুল
মনে পড়ে তোমার কথা
ও হে মোর প্রিয় নদী মেঘনা।
কত সন্ধ্যা, বিকেল, মাঝ রাতে
সবুজ ঘাসে ভরা তীরে,
একা একা বসেছি
তোমার নিরবতা দেখেছি।
ঢেউ ছিল না তোমার বুকেতে
খরার তাপে যখন জল শুকাতো
নিরব হয়ে হুঁ হুঁ করে কাঁদতে,
যখন বর্ষার জলে যৌবন পেতে
ঢেউ তোলে মিটি মিটি হাসতে।
এখনো কি মাছরাঙা, পানকৌড়ি
মাছ মুখে, করে উড়া উড়ি,
নিত্য তোমার সনে
হত কথা হৃদ গহীনে,
সকল কষ্ট দিতে মুছে
তোমার জলের শীতল পরশে।
মেঘনা আমি আজ অনেক দূরে
অহর্নিশি তোমার কথা মনে পড়ে,
আবেগী মনে ব্যথা ভরে
দুচোখে অশ্রু ঝড়ে,
তুমি ছিলে আমার
শৈশব কৈশোর যৌবন জুড়ে।